সর্বশেষ:

» বিদেশিদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হচ্ছে;স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশিদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হচ্ছে;স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় কর্মরত জাতিসংঘের কর্মকর্তা, বিদেশি কূটনীতিকসহ সংশ্লিষ্টদের অগ্রাধিকার দিয়ে নিরাপত্তার পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে গতকাল বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসকে তিনি বিষয়টি জানিয়েছেন। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি জানতে চেয়েছিলেন জাতিসংঘসহ অন্যান্য বিদেশী কূটনীতিকদের নিরাপত্তার জন্য আমরা কী পদক্ষেপ নিয়েছি। আমরা বলেছি জনগণের নিরাপত্তা দেয়াই আমাদের কাজ। পাশাপাশি বিদেশী যারা আছেন তাদের অগ্রাধিকার দিয়েই ব্যবস্থা নিচ্ছি। আমরা এও বলেছি, যদি আপনি মনে করেন আপনার নিরাপত্তা আরো বাড়াতে হবে, তাহলে আপনি আমাদের জানালেই সে বিষয়টি বিবেচনা করব।’

সরকারের কাছ থেকে অধিক নিরাপত্তা পেতে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় বলে বৈঠকে জানান গোয়েন লুইস। এ বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তিনি বলেছেন আমাদের তো একটি লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আমরা তাদের একটি সহজ পদ্ধতি বলে দিয়েছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে আমাদের কাছে সেটির একটি অনুলিপি দিলেই আমরা পদক্ষেপে যাব, যদি আপনি কোথাও মনে করেন আপনার নিরাপত্তায় অসুবিধা হচ্ছে।’

কূটনীতিকদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিদেশী কূটনীতিকদের নিরাপত্তায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সবসময় সজাগ থাকবে। যাতে কেউ কোনো রকম নাশকতা বা ভীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে। বিদেশী কূটনীতিকরা মুক্তভাবে চলাচল করতে পারবে কিনা, জানতে চাইলে আমরা বলেছি, যেখানেই যেতে চান যেতে পারেন। যদি তিনি মনে করেন সহযোগিতার দরকার আছে, আমরা সেটা করব

সর্বশেষ সংবাদ