সর্বশেষ:

» ছাঁটাই কৃত শ্রমিক-কর্মচারীর বকেয়া বেতন পরিশোধের দাবি ইউনিলিভার শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের

ছাঁটাই কৃত শ্রমিক-কর্মচারীর বকেয়া বেতন পরিশোধের দাবি ইউনিলিভার শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের

ঢাকা: ইউনিলিভার বাংলাদেশ লি: বিক্রয় বিপণন শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় সমন্বয়কারী নাছির উদ্দিনের সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাবের সামনের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি চৈধুরী আশিকুল আলম, ইউনিলিভার বাংলাদেশ লি: বিক্রয় বিপণন শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের যুগ্ম সমন্বয়কারী হযরত আলী প্রমুখ।

সমাবেশে বক্তরা , অবিলম্বে ছাঁটাই কৃত শ্রমিক/কর্মচারী ও নেতৃবৃন্দকে পূর্ব মর্যাদায়, বকেয়া বেতনসহ পুর্নবহালের জোর দাবি জানান। একইসাথে শ্রম আইন অনুযায়ী ইউনিলিভার বাংলাদেশ এর বিক্রয় বিপণন কাজে নিয়োজিত শ্রমিক কর্মচারীদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক, সাপ্তাহিক ছুটি, ৮ঘন্টা কর্ম দিবস, অতিরিক্ত কাজে দ্বি-গুন মজুরীসহ শ্রম আইনের সকল সুযোগ-সুবিধা প্রদানের জোর দাবি জানান। ছাঁটাই নির্যাতনের ও শ্রম আইন বাস্তবায়নের দাবি করেন।

সর্বশেষ সংবাদ