সর্বশেষ:

» দেশে পরিবেশবান্ধব পোশাক কারখানা এখন ১৮৬টি

দেশে পরিবেশবান্ধব পোশাক কারখানা এখন ১৮৬টি

দেশে আরো দুুটি পরিবেশ বান্ধব কারখানার সনদ বা লিড সার্টিফিকেট অর্জন করেছে। এ নিয়ে দেশে এখন পরিবশে বান্ধব পোশাক কারখানার ১৮৬টি।

সোমবার (৩০ জানুয়ারি) পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন করে সবুজ কারখানার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে গাজীপুরের জে এল ফ্যাশন লিমিটেড ও জে কে এল অ্যাডমিন অ্যান্ড ডাইকেয়ার বিল্ডিং।
ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (এলইইডি) গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানার সার্টিফিকেশন দিয়ে থাকে। প্রতিষ্ঠানের তথ্যমতে, বাংলাদেশে এখন গ্রিন ফ্যাক্টরি ১৮৬টি। এর মধ্যে প্লাটিনাম ক্যাটাগরির ৬২টি, গোল্ড ১১০টি, সিলভার ১০টি ও সার্টিফাইড চারটি। এছাড়া ৫৫০টির বেশি কারখানা গ্রিন ফ্যাক্টরি হতে রেজিস্ট্রেশন বা পাইপলাইনে রয়েছে।

সর্বশেষ সংবাদ