সর্বশেষ:

» ন্যাশনাল নেচার সামিট:ঢাকা বিভাগে প্রথম আদিত্য 

ন্যাশনাল নেচার সামিট:ঢাকা বিভাগে প্রথম আদিত্য 

ঢাকা: ন্যাশনাল নেচার সামিটের ১৪তম সংস্করণের চুড়ান্ত পর্বে ঢাকা বিভাগে প্রথম হয়েছেন আদিত্য ফিরোজ। সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আদিত্য দেয়ালিকা ম্যাগাজিন বিভাগে এ পুরস্কার জেতেন।

শনিবার ঐতিহ্যবাহী নটর ডেম কলেজের নটর ডেম নেচার স্টাডি ক্লাব আয়োজিত ‘১৪ তম জাতীয় নেচার সামিট-২০২৩’ শীর্ষক অনুষ্ঠানে সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান।

এসম তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

নটর ডেম কলেজ নেচার স্টাডি ক্লাব আয়োজিত প্রকৃতি বিষয়ক সম্মেলনে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছয়টি পৃথক ক্যাটাগরিতে তিন হাজারের বেশি শিক্ষার্থী সামিটে অংশগ্রহণ করেন। 

একক ইভেন্টে থাকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নেচার ফটোগ্রাফি, সবুজ সাংবাদিকতা, সহ আরও অনেক কিছু। 

এ ছাড়া দলগত ইভেন্টে প্রতিযোগীরা দেয়ালিকা প্রদর্শনী, প্রজেক্ট ডিসপ্লে ও রিসার্চ ওয়ার্ক প্রেজেন্টেশনে অংশগ্রহণ করে।

এসময় প্রধান অতিথীর বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মশিউর রহমান বলেন, প্রকৃতি ও মানুষের মধ্যে বন্ধুত্ব হলেই আগামীতে সুন্দর পৃথিবী গড়ে উঠবে।

নটর ডেম নেচার স্টাডি ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক বিপ্লব কুমার দেব বলেন,   নতুন প্রজন্মের মধ্যে প্রকৃতি ও প্রতিবেশবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমন আয়োজন। 

গত ১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে এ আয়োজন হয়

সর্বশেষ সংবাদ