ঢাকা: রাজধানী সহ সারাদেশে পেঁয়াজের বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার ঢাকা সহ সারা দেশে পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখাতে এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৪টি টিম অভিযান পরিচালনা করে। সারাদেশে ৫৭টি টিম বাজার অভিযানের মাধ্যমে ১৩৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬,৬৬,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৫৪টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে শুক্রবার ভারত থেকে পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার পর এক রাতেই ৮০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। রাজধানীর বাজারে এখন পেয়াজ বিক্রি হচ্ছে প্রায় ২০০টাকা কেজি। কোন কোন বাজারে এ দাম ২১০টাকাও বিক্রি হচ্ছে।