সর্বশেষ:

» বয়লার আইন ২০২২ বাতিলের দাবি

বয়লার আইন ২০২২ বাতিলের দাবি

২০২২ সালে প্রণীত বয়লার আইন বাতিল করাসহ বয়লার পরিচারকদের সনদ আগের অবস্থায় বহালের দাবিতে মানববন্ধন হয়েছে।

নতুন আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন বয়লার পরিচারকরা।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ সব বয়লার পরিচারক বৈষম্যবিরোধী আন্দোলন’র ব্যানারে এই মানববন্ধন হয়।

বয়লার পরিচারকরা জানান, এ আইন প্রণয়নের মধ্য দিয়ে হাজার হাজার  বয়লার পরিচারকের  সনদকে লাইসেন্স করে।  আবার লাইসেন্সেকে আন্ডার গ্রেট করে দিয়েছে

বয়লার পরিচারকদের প্রথমে প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির সনদ ছিল। কিন্তু ২০২২ সালের প্রণীত আইনে সনদকে লাইসেন্স করা হয় আর এ, বি, ও সি গ্রেট করা হয়। এ ক্ষেত্রে প্রথম শ্রেণিকে ব্রি আর দ্বিতীয় শ্রেণিকে সি গ্রেটে নির্ধারণ করা হয়।

এতে বয়লার পরিচারকরা বৈষম্যের শিকার হচ্ছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের প্রতি পূর্বের আইন পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা।

সেইসঙ্গে বয়লার খাতে দুর্নীতির সঙ্গে জড়িতদের অপসারণের পাশাপাশি যথাযথভাবে বয়লার পরিদর্শনের  নিশ্চিতকরণের দাবিও তোলেন বয়লার পরিচারকরা।

বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম বলেন, ‘আশা করি সরকার আমাদের দাবি মেনে নেবে। যদি না মেনে নেয়া হয়, তাহলে বয়লার পরিচারকরা প্রধান উপদেষ্টার কাছে যাবেন। প্রয়োজন হলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করব।’

সর্বশেষ সংবাদ