ঢাকা: ঢাকা থেকে ভারতের চেন্নাই বিমানের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আগামী শনিবার। ১৬ ডিসেম্বর বিজয়ের দিনে বিমানের এ ফ্লাইট চালু হবে।
সপ্তাহে তিন দিন এই রুটে যাতাযাত করবে বোয়িং-সেভেন থ্রি সেভেন মডেলের উড়োজাহাজ। এরই মধ্যে বিক্রি হয়ে গেছে ৯৮ ভাগ টিকিট।
ঢাকা-চেন্নাই ফ্লাইটে যাওয়া-আসার ভাড়া ২৬ হাজার টাকা সর্বনিম্ন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম জানান, যাত্রীদের চাহিদা বিবেচনায় ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে।
শনি, সোম ও বৃহস্পতিবার এই রুটে বিমান চলাচল করবে।