ঘূর্ণিঝড় মিধিলের প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ করে করে দিয়েছে উপজেলা প্রশাসন। এতে দ্বীপটিতে আটকা পড়েছেন শতাধিক পর্যটক ।
আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।’
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়র সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াব জানায়, বুধবার তিনটি জাহাজে করে চার শতাধিক পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে যান। তার মধ্যে শতাধিক পর্যটক ফেরেননি। স্কোয়াব জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকবে। আর আবহাওয়া স্বাভাবিক হলে জাহাজ চলাচল শুরু হবে।