সর্বশেষ:

» সালিশি সভায় গ্রামীণফোনের শিল্প বিরোধ নিষ্পত্তির কোন সিদ্ধান্ত হয়নি

সালিশি সভায় গ্রামীণফোনের শিল্প বিরোধ নিষ্পত্তির কোন সিদ্ধান্ত হয়নি

ঢাকা: গ্রামীণফোনের ১৮০ জন স্থায়ী কর্মীকে নিয়ে চলমান শিল্প বিরোধ নিষ্পত্তির দ্বিতীয় ত্রি-পক্ষীয় সালিশি সভায়ও কোন সিদ্ধান্ত আসেনি। 

বৃহস্পতিবার ২৩ নভেম্বর দ্বিতীয় ত্রিপক্ষীয় সভায় গ্রামীণফোন কর্তৃপক্ষ উপস্থিত হয়ে জানায় যে, তারা আপিল বিভাগের রায়ের পরিপূর্ণ ব্যাখ্যা চেয়ে হাইকোর্টে আরজি করেছে।  শ্রম অধিদপ্তরের  পরিচালক (ট্রেড ইউনিয়ন ও সালিশি) এস এম এনামুল হক উভয় পক্ষকে হাইকোর্টের রায় আশা পর্যন্ত অপেক্ষা করতে অনুরোধ করে।

করোনা মহামারির মধ্যে ২০২০ সালের মে মাসে গ্রামীণফোন মালিকপক্ষের অবৈধ লক আউট এর শিকার হয় উক্ত প্রতিষ্ঠানের ১৮০ জন স্থায়ী কর্মী। ফলে গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) গ্রামীণফোন লিমিটেডের স্বীকৃত যৌথ দরকষাকষি প্রতিনিধি হিসেবে মালিকপক্ষের এই অবৈধ লক আউট এর শিকার অত্র কোম্পানির ১৮০ জন স্থায়ী কর্মীকে অনতিবিলম্বে স্ব স্ব কর্মে নিয়োজিত করার দাবি লিখিত ভাবে গ্রামীণফোন কর্তৃপক্ষকে জানায়। কিন্তু গ্রামীণফোন কর্তৃপক্ষ উক্ত বিরোধটি আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে যৌথ দরকষাকষির নিমিত্তে কোন সভার ব্যবস্থা না করে কতিপয় মনগড়া ও ভিত্তিহীন অজুহাতে গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) এর সহিত যৌথ দরকষাকষি করতে অস্বীকার করে। এমতাবস্তায়, গ্রামীণফোন মালিকপক্ষের অবৈধ লক আউট এর শিকার  ১৮০ জন স্থায়ী কর্মীকে তাদের স্বীয় কর্মে ফিরিয়ে নেয়ার দাবিতে গ্রামীণফোন লিমিটেডের স্বীকৃত যৌথ দরকষাকষি প্রতিনিধি (সিবিএ) হিসেবে গ্রামীনফোন এমপ্লয়ীজ ইউনিয়ন (জিপিইইউ) গত ২০ জানুয়ারি, ২০২১ তারিখে শ্রম অধিদপ্তরে একটি শিল্প বিরোধ অভিযোগ দাখিল করে। পরবর্তীতে শিল্প বিরোধ অভিযোগটি পর্যায়ক্রমে মহামান্য হাইকোর্ট এবং সর্বশেষ মহামান্য সুপ্রীম কোর্টের আপিল বিভাগে চলমান থাকে।

কিন্তু, শিল্প বিরোধ মামলা চলমান থাকা অবস্থায়  গ্রামীনফোন কর্তৃপক্ষ বাংলাদেশ লেবার আইনের ধারা ২২৮ কে উপেক্ষা করে গত ২০ জুন, ২০২১ তারিখে ১৫৯ জন স্থায়ী কর্মীকে অবৈধ ভাবে  ছাটাই করে। এরই ধারাবাহিকতায় দায়ের করা চলমান শিল্প বিরোধ মামলাটির চুরান্ত নিস্পত্তির জন্য  মহামান্য আপিল বিভাগ গত ৭ সেপ্টেম্বর , ২০২৩ ইং তারিখে চলমান শিল্প বিরোধটিকে সঠিক বলে রায় দিয়েছেন এবং শ্রম অধিদপ্তরকে ত্রি-পক্ষীয় বৈঠকের মাধ্যমে আইন অনুযায়ী সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন। 

কিন্তু, গত ৮ নভেম্বর, ২০২৩ ইং তারিখের  শ্রম অধিদপ্তরে সালিশি বোর্ডে ত্রি-পক্ষীয় বৈঠকে গ্রামীনফোন অনুপস্থিত ছিল। তবে বাদী পক্ষের বক্তব্য শোনেন সালিশ বোর্ড।