সর্বশেষ:

» আবারো বাড়লো বিদ্যুতের দাম

আবারো বাড়লো বিদ্যুতের দাম

ঢাকা: গ্রাহকপর্যায়ে প্রতি ইউনিটে গড়ে বিদ্যুতের দাম ৩৪ পয়সা বাড়ছে । তবে বেশি বিদ্যুৎ যারা ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে ৭০ পয়সা পর্যন্ত দাম বাড়তে পারে । আগামী মার্চ মাস থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হবে । মঙ্গলবার( ২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ । এ সংক্রান্ত প্রজ্ঞাপন আজই প্রকাশ হতে পারে বলেও জানান তিনি । এসময় তিনি বলেন, আমাদের লাইফলাইন গ্রাহক( ০ থেকে ৫০ ইউনিট ব্যবহারকারী গ্রাহক) আছে ১ কোটি ৪০ লাখ । তাদের বিদ্যুতের দাম ৪ টাকা, আর উপরের দিকে এই দাম ৭ টাকা । কিন্তু উৎপাদন খরচ ১২ টাকা । এতে সরকারকে একটা বড় অংশ এইখাতে ভর্তুকি দিতে হচ্ছে । এই ভর্তুকির আরও বাড়ছে কারণ ডলারের দাম বাড়ছে । এই পার্থক্যটা হঠাৎ বড় রকমের লাফ দিয়েছে গত বছর থেকে । আমরা যদি এখন থেকে অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি । যা আগামী তিন বছরে মধ্যে সমন্বয় করতে হবে । ’ তিনি বলেন, ‘ তবে এটি যাতে সহনীয় পর্যায়ে হয়, সে বিষয়টি আমরা দেখছি । ’ যে দাম বাড়ছে, তা খুব বেশি নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘ আমরা এখন খুবই অল্প পরিমাণ. প্রতি ইউনিটে গড়ে ৩৪ পয়সা মূল্য বাড়িয়েছি । ’