সর্বশেষ:

» উন্নত বাংলাদেশ গড়তে পাশে থাকবে বিশ্বব্যাংক

উন্নত বাংলাদেশ গড়তে পাশে থাকবে বিশ্বব্যাংক

ঢাকা, জানুয়ারি ২২,২০২৩: বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ( অপারেসনস্) অ্যাক্সেল ভ্যান – ট্রোজেনবার্গ বাংলাদেশের সাথে ৫০ বছরের ফলপ্রসু অংশীদারিত্ব উদযাপনkale, বাংলাদেশের প্রতি

বিশ্বব্যাংকের দৃঢ় সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

ভ্যান ট্রোজেনবার্গ বলেন, ” বাংলাদেশ অগ্রগতি অর্জন করেছে, ১৯৭১ সালে স্বাধীনতার সময় বিশ্বের অন্যতম দরিদ্রতম দেশ থেকে মাত্র চার দশকে নিম্ন-মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। বিশ্বব্যাংক বাংলাদেশের প্রথম উন্নয়ন সহযোগীder onnotomo হিসেবে এই যাত্রায় অংশীদার হতে পেরে গর্বিত এবং আমরা একে অপরের কাছ থেকে শিখেছি যে, উন্নয়ন কীভাবে কাজ করে।”

তিনি আজ মাননীয় অর্থমন্ত্রী, এবং বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারসহ বাংলাদেশ ও বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্ব উদযাপন অনুষ্ঠানে অংশ নেন।

তারা বিগত পাঁচ দশকে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরার এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন এবং একটি প্যানেল আলোচনায় অংশ নেন।