সর্বশেষ:

» পেঁয়াজে ডবল সেঞ্চুরী

পেঁয়াজে ডবল সেঞ্চুরী

ভারত থেকে পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার পর এক রাতেই ৮০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। রাজধানীর বাজারে এখন পেয়াজ বিক্রি হচ্ছে প্রায় ২০০টাকা কেজি। কোন কোন বাজারে এ দাম ২১০টাকা্ও বিক্রি হচ্ছে। এতে ক্ষুব্ধ ক্রেতারা।

শনিবার রাজধানীর বাজারে এমন চিত্র দেখা গেছে।

শুক্রবার সকালেও দেশি পেঁয়াজ ১২০-১৩০ টাকায় বিক্রি হতে দেখা যায়। আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০-১২০ টাকায়। আর এক রাতে এ দাম বেড়ে হয়েছে ২০০টাকা কেজি।

পেঁয়াজের দাম বেড়ে যাওয়া ক্ষুব্ধ ভোক্তারা। বাজারে পেঁয়াজ কিনতে আসা এক ক্রেতা বলেন, পেঁয়াজের বাজারে এক রাতে ১২০ টাকার পেঁয়াজ ২০০ টাকার বেশি হয় কিভাবে। যেটাকে অস্বাভাবিক বলছেন ক্রেতারা।

শুক্রবার ৮ ডিসেম্বর এক আদেশে, ২০২৪ সালের মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করে ভারত। যা আগামী বছরের মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

চলতি বছরের ১৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো তিন কৃষিপণ্য আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দেয় সরকার। দেশি পেঁয়াজে সর্বোচ্চ ৬৪-৬৫ টাকা নির্ধারণ করা হয়।