সর্বশেষ:

» হরতাল-অবরোধে পরিবহন খাতে ক্ষতি ১২ হাজার কোটি টাকা

হরতাল-অবরোধে পরিবহন খাতে ক্ষতি ১২ হাজার কোটি টাকা

গেল ২৮ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত হরতাল-অবরোধে পরিবহন খাতে ক্ষয়ক্ষতি ১২ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সমিতি বলছে, ক্ষয়ক্ষতি উপেক্ষা করেও সড়কে পরিবহন চালু রাখা হয়েছে। এদিকে হরতাল-অবরোধে সড়কে গাড়ি কম চলায় বিপাকে পড়েছে মালিক ও পরিবহন শ্রমিকেরা।

গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনার পর থেকেই

ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ দিয়ে আসছে বিএনপিসহ সমমনা দলগুলো। এসব কর্মসূচির আগের দিন থেকেই যানবাহনে দেওয়া হচ্ছে আগুন, করা হচ্ছে ভাঙচু

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির হিসাবে ২৮ অক্টোবরের সমাবেশের দিন থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ১৭ দিনে ১৫৩টি যানে দেওয়া হয় আগুন। একই সময়ে ভাঙচুর করা হয় ২৫৫টি গাড়ি। এতে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ৩৮ কোটি টাকা।

হরতাল অবরোধে যান চলাচল কম থাকায় ক্ষতি ১২ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলেও দাবি করেছে সংগঠনটির সাধারণ সম্পাদক

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, এই যানবাহনে আগুন-ভাঙচুরের ঘটনায় দেশের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে ওঠা অসম্ভব।

রাজনৈতিক কর্মসূচির নামে জ্বালাও-পোড়াও পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।